শুক্রবার , ২৭ আগস্ট ২০২১ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইউরোপ ততটুকুই ইতিবাচক সাড়া পাবে যতটুকু সহযোগিতা করবে: ইরান

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৭, ২০২১ ৯:০৩ পূর্বাহ্ণ
ইউরোপ ততটুকুই ইতিবাচক সাড়া পাবে যতটুকু সহযোগিতা করবে: ইরান

Spread the love

ইউরোপ ইরানের প্রতি যতটুকু সহযোগিতার হাত বাড়াবে তেহরানের কাছ থেকে ততটুকু ইতিবাচক সাড়া পাবে বলে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

তিনি তার দায়িত্ব পালনের মেয়াদে ইরানের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারভিত্তিক কাজগুলো বর্ণনা করতে গিয়ে বৃহস্পিতবার তেহরানে একথা জানান।

আব্দুল্লাহিয়ান বলেন, ইউরোপ বলতে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকেই শুধু বোঝায় না। তবে ওই তিন দেশ ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তারা ইরানকে যতটুকু সহযোগিতা করবে তেহরান তাদের প্রতি ততটুকু সহযোগিতার হাত বাড়াবে তার বেশি নয়।

ইরানের পরমাণু সমঝোতায় যে তিন ইউরোপীয় দেশ স্বাক্ষর করেছে সে দেশগুলোর প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোসহ এশিয়ার দেশগুলো বেশি গুরুত্ব পাবে। তবে এর অর্থ এই নয় যে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বের অন্যান্য অঞ্চলকে উপেক্ষা করা হবে।

ইরানের আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আব্দুল্লাহিয়ান বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের কাজ যতটুকু এগিয়ে নিয়ে গেছেন তা জোরালোভাবে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।

সর্বশেষ - প্রবাস