শনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সানি লিওনের আইটেম গান বাদ দিয়ে সেন্সরে জমা ‘বিক্ষোভ’

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ণ
সানি লিওনের আইটেম গান বাদ দিয়ে সেন্সরে জমা ‘বিক্ষোভ’

Spread the love

শামিম আহমের রনি পরিচালিত ঢাকাই সিনেমা ‘বিক্ষোভ’ -এ অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।  সিনেমার একটি আইটেম গানে অংশ নিয়েছিলেন।

কিন্তু জানা গেছে, সানি লিওনের আইটেম গানটি বাদ দিয়ে বাংলাদেশের সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে সিনেমাটি।

সেই গান ছেঁটে ফেলা হলো কেন? আর সেটা করলে কেনই বা সানি লিওনকে দিয়ে সেই আইটেম গান নির্মাণ হলো?

পরিচালক শামিম আহমের রনির কাছে সেই প্রশ্নই রাখে ভারতীয় বাংলা সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’।

জবাবে শামিম আহমের রনি বলেন, বাংলাদেশে বিদেশি অভিনেতাদের অভিনয়ের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মানতে হয়। বিদেশের অভিনেতাদের বাংলাদেশের সিনেমায় নিতে গেলে আগে থেকে সরকারের অনুমতি নিতে হয়। কিন্তু সানির ক্ষেত্রে তা নেওয়া হয়নি। সেই কারণেই বলিউড তারকার আইটেম গানের দৃশ্যটি বাদ দিয়ে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য ছবিটি পাঠানো হয়েছিল।

সরকারের অনুমতি না নিয়ে সানির শুটিং করা হয়েছে কেন প্রশ্নে পরিচালক বলেন, পুরো বিষয়টি আচমকাই ঘটল।  সানির শুটিংয়ের শিডিউল পাওয়া গিয়েছিল। রাহুল দেবের সঙ্গে সানির ডেট ম্যাচ হয়ে গিয়েছিল। তার জন্য তড়িঘড়ি গানটি শুট করে নেওয়া হয়েছিল।  আমরা ভেবেছিলাম দেশে ফিরে প্রয়োজনীয় অনুমতি নিয়ে নেওয়া হবে। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। তাই মুক্তির আগে বিতর্ক না বাড়িয়ে গানটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে।

‘বিক্ষোভ’ -এ অভিনয় করবেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী ও নবীন নায়ক শান্ত। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত।

জানা গেছে, ‘বেবি ডল বেবি ডল’ শিরোনামের একটি আইটেম গানে নেচেছিলেন সানি লিওন। গানটি লিখেছিলেন আকাশ ও প্রিয় চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনায় ছিলেন আকাশ। কণ্ঠ দিয়েছেন আকাশ ও কোনাল। 

গানটিতে সানি লিওনের সঙ্গে অভিনয় করেন অভিনেতা রাহুল দেব ও বাংলাদেশের চিত্রনায়ক শান্ত খান।

সর্বশেষ - প্রবাস

Translate »