সোমবার , ৪ অক্টোবর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় বিএনপি

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৪, ২০২১ ১:২৭ অপরাহ্ণ
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় বিএনপি

Spread the love

অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ (ডিজিটাল নিরাপত্তা আইন) সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।

সোমবার (৪ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (২ অক্টোবর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনের’ পর্যবেক্ষণে করোনাকালে গত ১৮ মাসে বাংলাদেশের জনগণের তথ্য অধিকার ক্রমাগত লঙ্ঘন ও সংকোচন ঘটেছে। সংস্থাটি ২০২১ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া ১৭২টি মামলার তথ্য রেকর্ড করেছে।

এ বিষয়ে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, এটা আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার নীলনকশার অংশ। অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানানো হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে ভার্চুয়ালি ওই সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।

সর্বশেষ - প্রবাস

Translate »