জলদস্যুদের হামলার কবল থেকে রক্ষা পেয়েছে ইরানের দুইটি তেলবাহী ট্যাংকার। ইরানের এক যুদ্ধজাহাজ ওই হামলা প্রতিহত করে বলে রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
ট্যাংকার দুইটিকে এডেন উপসাগরে নিয়ে আসা হয়েছে বলে ইরানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন।
ইরানের বার্তা সংস্থা আইআরএনএনকে নৌপ্রধান জানান, নৌবাহিনীর সদস্যরা ইরানের দুই তেলবাহী ট্যাংকারকে জলদস্যুর কবল থেকে রক্ষা করে এডেন উপসাগরে নিয়ে আসে।
তিনি আরও জানান, ওই দুই তেলবাহী ট্যাংকারের ওপর জলদস্যুদের পাঁচটি জাহাজ হামলা চালিয়েছিল। ইরানের যুদ্ধজাহাজ অ্যালব্রোজ গুলি ছুড়লে জলদস্যুরা পালিয়ে যায়। পরে ট্যাংকার দুটিকে অ্যালব্রোজই পাহারা দিয়ে এডেন উপসাগরে নিয়ে আসে।











