দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভিত্তিক কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটারদের উপস্থিতি সকাল থেকেই চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও প্রার্থী সমর্থকদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ।
চাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নিরাপত্তা নিশ্চিতে পুরো ক্যাম্পাসজুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্য। প্রার্থীরা জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে।