বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৯, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ

Spread the love

ব্রাজিল থেকে সংক্ষিপ্ত সফরে জেদ্দায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইসরায়েল-ইরান সংঘাতের পর এটি দেশটিতে ইরানের একজন শীর্ষ কর্মকর্তার প্রথম সফর।

বুধবার (৯ জুলাই) আল জাজিরার খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেছেন, মঙ্গলবার যুবরাজ মোহাম্মদ এবং অন্যান্য সৌদি কর্মকর্তাদের সঙ্গে আরাগচির আলোচনা ফলপ্রসূ ছিল।

ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের তীব্র সংঘাতের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইসরায়েল-ইরান সংঘাত এবং যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পর ইরানের শীর্ষ কর্মকর্তার এই সফর ইঙ্গিত দেয় যে সংঘাত তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক ভেঙে দিতে পারেনি।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, আরাগচি এবং যুবরাজ মোহাম্মদ দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং সর্বশেষ আঞ্চলিক উন্নয়নের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ক্রাউন প্রিন্স তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে যুদ্ধবিরতি চুক্তি, এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য পরিবেশ তৈরিতে অবদান রাখবে। বিরোধ নিষ্পত্তির পথ হিসেবে কূটনৈতিক উপায়ে সংলাপকে সমর্থন করার ক্ষেত্রে সৌদির অবস্থানের ওপর জোর দেন তিনি।

এতে আরও বলা হয়, আরাগচি ‘ইসরায়েলি আগ্রাসনের নিন্দা’ জানানোর জন্য সৌদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ এবং পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন শীর্ষ এই ইরানি কূটনীতিক।

উল্লেখ্য, দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান বরফ গলানোর অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »