মঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিদেশিরা চায় তাদের ধ্যান-ধারণা অন্য দেশও অনুসরণ করবে

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২০, ২০২২ ৭:০৮ পূর্বাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা গোলামির মতো অবস্থায় নাই, সেজন্য তারা (বিদেশিরা) আমাদের বেশি প্রেসার দেয়। তারা চায় তাদের ধ্যান-ধারণা অন্য দেশও অনুসরণ করবে। ওরা মনে করে তাদের মডেলই ঠিক, ওটাই তারা আরোপ করতে চায়। আমরা সেই ইমপোজিশনে নাই।

সোমবার (১৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

পশ্চিমারা সরকারের বিরুদ্ধে একটা সফট ক্যাম্পেইন করছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, না, তাদের নিজেদের ধ্যান-ধারণা আছে। সে ধ্যান-ধারণা মনে করে অন্য দেশও ফলো করবে। আমরা জাতিসংঘে প্রায়ই বলি, একই মডেল সব জায়গায় গ্রহণযোগ্য নয়। কান্ট্রি টু কান্ট্রি মডেল ভেরি করে। ওরা মনে করে তাদের যে মডেল ওটাই ঠিক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমত অনেকের অবিশ্বাস বাংলাদেশ এত ভালো করল কেমনে? ভালো করছে সুতরাং ওদের দাবিয়ে রাখ। আর দাবিয়ে রাখতে হলে ওখানে কিছু সমস্যা তৈরি করতে হবে, অস্থিরতা সৃষ্টি করতে হবে। এরা ভালো করছে এদের আটকাও। এটা মজ্জাগত সমস্যা। এটাতো নতুন না হিস্টরিক্যাল। আর এর সঙ্গে কিছু কিছু দেশীয় লোক একসঙ্গে যোগ দেয়। তারা সঙ্গে কিছু লোকজন নিয়ে আমাদের প্রেসার দেয়। তাদের (দেশীয়দের) কিছু লক্ষ্য থাকে।

তিনি বলেন, তাদের মডেল একটা আছে ভালো। কিন্তু আমরা অন্যের কাছে যাই না। তাদের মডেলের ভালো-মন্দ আছে। সব মডেলের ভালো-মন্দ আছে। সুতরাং তারা অনেক সময় চায় তাদের মডেলটা আমরা নেই।

বিদেশিদের এ ধরনের অস্থিরতার কারণে অনেক দেশ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেন মোমেন।

কারা এসব করে জানতে চাইলে পশ্চিমাদের কথা সরাসরি না বলে মন্ত্রী বলেন, যারা শক্তিশালী, বুদ্ধিমান তারা এসব করে।

পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সঙ্গে আমাদের কোনো টানাপোড়েন নেই। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ক্লোজ। আমাদের সঙ্গে তাদের সম্পর্ক অনেক ভালো। যার কারণে তারা আমাদের অনেক কিছু বলতে পারে।

সর্বশেষ - সাহিত্য

Translate »