চুক্তির ফলে কৃষ্ণসাগরের বন্দর দিয়ে রাশিয়া এবং ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি করতে পারবে
কৃষ্ণসাগরের বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেনের খাদ্যশস্য পরিবহনের চুক্তির মেয়াদ শনিবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মস্কো ও কিয়েভ চুক্তির মেয়াদ আরও চার মাস (১২০ দিন) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, শস্য পরিবহন চুক্তির মেয়াদ বাড়ানোয় দুশ্চিন্তা কিছুটা লাঘব হবে। এই চুক্তির ফলে কৃষ্ণসাগরের বন্দর দিয়ে রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশ বিদেশে খাদ্যশস্য রপ্তানি করতে পারবে।