পঞ্চগড়, প্রতিনিধি, আবু বক্কর সিদ্দিক, আজ (৩১ শে অক্টোবর) সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভোদেশ্বর এলাকায়, বালু মহল ব্যাব্সপনা আইন লংঘন করে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে, তিন জন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। তেঁতুলিয়া উপজেলার( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,সোহাগ চন্দ্র সাহা ,ঔ জরিমানা করে দণ্ডপ্রাপ্ত হলেন, উপজেলার ভজনপুর ইউনিয়নে সারাপিগছ এলাকার আবদুর রাজ্জাকের পুত্র মহসিন(, ২৫) সিপাহিপাড়া এলাকার মমিজউদদীনের ছেলে শাহীনুর ও( ২০) নিজবাড়ী এলাকার জমিরুল ইসলাম, সে সময় উপস্থিত ছিলেন, উপজেলার ভজনপুর ইউনিয়নে চেয়ারম্যান মুসলিম উদ্দীন ও তেঁতুলিয়া মডেল থানার এসআই দীনবন্ধু ও তার সঙ্গীও ফোর্স।