নোয়াখালীর আঞ্চলিক গানের জনক অধ্যাপক মোহাম্মদ হাশেমের ৭৫তম জন্মজয়ন্তী আগামী ১০ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দিবসটি উদযাপনে নোয়াখালী জেলা শহর মাইজদীর বিজয় মঞ্চ প্রাঙ্গণে ‘হাশেম উৎসব-২০২২’ আয়োজন করছে মোহাম্মদ হাশেম ফাউন্ডেশন।
উৎসব ঘিরে বসবে শিল্পী, সাহিত্যিক, শিক্ষার্থী, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও প্রশাসনের কর্তাব্যক্তিসহ গণমানুষের মিলন মেলা।
দিনব্যাপী চলবে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা কার্যক্রম। প্রথমবারের মতো থাকছে ‘হাশেম পদক’ প্রদান।
এছাড়াও শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ জনকল্যানে বিশেষ অবদানের জন্য ফাউন্ডেশনের জুরি বোর্ড নির্বাচিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে।
উপরোক্ত অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পদক পেতে যাচ্ছেন প্রবাস বিডি নিউজ এর প্রকাশক ও সম্পাদক আবু সাঈদ রিয়াজ।