মঙ্গলবার , ৯ আগস্ট ২০২২ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সচ্ছলের ঘরে ১০ টাকা কেজি চাল, বাদ পড়লো অসহায়রা

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৯, ২০২২ ৯:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

ঠাকুরগাঁওয়ে অনেক সচ্ছল পরিবার সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল পাচ্ছে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর তালিকা থেকে বাদ পরেছে অনেক অসচ্ছল ও অসহায় পরিবার। এমন অভিযোগ করেছেন ইউনিয়নের বাদ পড়া অসহায়রা।

মঙ্গলবার (৯ আগস্ট) সদর উপজেলার জামালপুর ইউনিয়নে দেখা গেছে, সরকারের খাদ্য কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি চালের আগের কার্ডধারী ২০০ জনের বেশি সুবিধাভোগীর নাম বাদ দিয়েছেন চেয়ারম্যান।

এ বিষয়ে দলবদ্ধভাবে অভিযোগ করেছেন চাতাল শ্রমিক শহিদুল ইসলাম, মজুর শাহেদ আলী, মামুন, বাসুদেবসহ অনেকে। এ ছাড়াও, অভিযোগ রয়েছে প্রতিবন্ধী সুমনের পরিবারেরও।

চাতাল শ্রমিক শহিদুল ইসলাম বলেন, ‘৬ মাসের বেশি সময় ধরে ১০ টাকা কেজি চালের কার্ডের মাধ্যমে চাল কিনে থাকি। এবারে নতুন তালিকা করেছে আমার নাম বাদ দিয়েছে। বলেছে আর চাল দিবে না। কার্ডটাও নিয়ে রেখে দিয়েছে। রোদে পুরে চাতালে কাজ করে ৪০০ টাকা পাই। আবার প্রতিদিন কাজ হয় না। আমাকে যদি বিত্তবান বলে চেয়ারম্যান তাহলে আমার কিছু করার নাই।’

মজুর শাহেদ আলী বলেন, ‘এর আগেও আমাকেসহ অনেক গরীব মানুষের নাম বাদ দিয়েছিল। তখন আমরা চেয়ারম্যানের প্রতি চাপ সৃষ্টি করে নামগুলো বহাল রেখেছিলাম। কযেকমাস বাদে আবারও নাম বাদ দিয়েছে। আমরা গরীব মানুষ। প্রতিমাসে অন্তত চালে সাশ্রয়ী হতো। এখন আর সেটাও পাবো না। এটা আমাদের প্রতি চেয়ারম্যানের জুলুম।’

সর্বশেষ - প্রবাস