মঙ্গলবার , ১ মার্চ ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইতালির মিনান বিএনপির পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
ইতালির মিনান বিএনপির  পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত

Spread the love

জাকির হোসেন সুমন  , ব্যাুরো চীফ ইউরোপ   ঃ ইতালির  মিলানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির)  মিলান শাঁখার নব গঠিত কমিটির  উদ্যোগে  পুর্নাঙ্গ কমিটি  গঠনের জন্য ও দলিয়  কর্মকাণ্ড আর গতিশীল করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মিলান বিএনপি সভাপতি হুসাইন মোঃ মনির এর সভাপতিত্তে ও  সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব শাহ আলম সহ সভাপতি  ওসমান গনি, লিয়াকত মৃধা,জামাল খান,শাহিন আহমেদ ,সালেক আহমেদ, সরদার মামুন , খান সাইদুর  সিনিঃযুগ্ন সাধারণ সম্পাদক মির হোসেন বিপ্লব সাংগঠনিক সম্পাদক রুহিন আহমেদ সহ যুবদলের  সিনিঃ সহ সভাপতি কাজি রুবেল, রবিন শিকদার সাধারণ সম্পাদক খান রাজু  সহ আর উপস্থিত ছিলেন আসারফ আলম, সোরাব দর্জি,সোহেল কবিরাজ, ফারুক আহমেদ   তারা বলেন   সকলকে ঐক বধ্য হয়ে কাজ করে দলকে আর  শক্তিশালী  করার জন্য আহবান করেন এবং যত দ্রুত সম্ভব পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করবেন বলে আশ্বস্ত করেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্ততা কামনা করেণ বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ - প্রবাস

Translate »