শুক্রবার , ২৯ জুলাই ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পোর্তোয় দশম প্রবাসী ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৯, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ

Spread the love

পর্তুগালের বন্দর নগরীর বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর আয়োজনে দশম পোর্তো প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট ২২ -এর জার্সি উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পোর্তোর শহীদ মিনার প্রাঙ্গণে ৪ দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। পোর্তোর প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আগামী ৪ এবং ৫ আগস্ট চারটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন কিরন, সভাপতি শাহ আলম কাজল, সাধারণ সম্পাদক আবদুল আলিম, শরীফ ইসলাম, তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোহাব্বত আলম টিপু, শরিফুজ্জামান খোকন, মনিরুল ইসলাম, বেলাল হোসেন, চঞ্চল মাহমুদ, কফিলউদ্দিন ভুইঁয়া শাকিল, মাহাদী হাসান, সালাহউদ্দিন বাপ্পী, মাহাদী পিয়াস, কৌশিক, মাসুমুর রহমান, সহিদ মাস্টারসহ অংশগ্রহণকারী ৪ দলের অধিনায়ক মাসুম, জুয়েল, সালাউদ্দিন, রনি হোসাইন এবং টিম ম্যানেজাররাসহ পোর্তোর বাংলাদেশ কমিউনিটির প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তি।

অনুষ্ঠানে বক্তারা বিদেশের মাটিতে এমন সাহসী উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ফুটবলের নতুন প্রজন্মের জাদুকর রোনালদোর দেশে প্রবাসী বাংলাদেশের ফুটবল এবং ভবিষ্যতে ক্রিকেট খেলার আয়োজন বিদেশের মাটিতে নিঃসন্দেহে দেশের সম্মান বৃদ্ধি করবে বলে উল্লেখ করেন। তাছাড়া প্রতি বছর ফুটবললের পাশাপাশি ভবিষ্যতে ক্রিকেট খেলার এ ধরনের আয়োজন করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে এই ধরনের ফুটবলের পাশাপাশি ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

সর্বশেষ - প্রবাস

Translate »