যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসব আনন্দের মধ্য দিয়ে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করেছেন। ফ্রান্স সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
ঈদ উপলক্ষে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার, ওভারভিলিয়েস্থ বাংলাদেশ জামে মসজিদ ও মেট্রো হোশে বেশ কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় ।
দলমত-নির্বিশেষে বাংলাদেশি ছাড়াও স্থানীয় ও বিভিন্ন দেশের মুসলমানরা ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জানা গেছে, ফ্রান্সে কোরবানি কিছুটা ভিন্নভাবে হয়ে থাকে। স্থানীয় কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত স্থানেই পশু কোরবানি দিয়ে থাকেন বাংলাদেশিরা, অবস্থা সম্পন্ন প্রবাসীরা নির্দিষ্ট বুশারি শপ (হালাল মাংশ দোকান) ও স্থানীয় পশু খামারগুলোতে কোরবানির জন্য টাকা জমা দেয়। পরে তারা গোস্ত সরবরাহ করে। রাজধানী প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যান্য প্রধান শহর তুলুজ, মার্সেই ও লিলসহ বেশ কয়েকটি শহরেও প্রবাসীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছেন।