সোমবার , ৬ জুন ২০২২ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪১: প্রশাসন

প্রতিবেদক
Probashbd News
জুন ৬, ২০২২ ১০:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা আগে ৪৯ বলা হলেও প্রকৃত সংখ্যা ৪১ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

মো. মমিনুর রহমান বলেন, কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনার পর কিছু মরদেহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল। সেখানে একবার গণনা করা হয়। আবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেও সেগুলো গণনা করা হয়। তাতে সংখ্যা বেড়ে ৪৯ হয়ে গিয়েছিল। আগের ৪৯ জনের তথ্য ভুল ছিল।

তিনি আরও বলেন, সব মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শুরু থেকে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ পাওয়া গেছে। এ কারণে মৃতের প্রকৃত সংখ্যা ৪১। তবে এরপর আর কোনো মৃতদেহ উদ্ধার হলে তা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে রাখা হবে।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রীসীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী
উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ৪১ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে।

সর্বশেষ - সাহিত্য

Translate »