বুধবার , ৪ মে ২০২২ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রায় দুই মাস ধরে হাসপাতালের বেডে টাইগার মিলন

প্রতিবেদক
Probashbd News
মে ৪, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ

Spread the love

এক সময় যার গর্জনে কেঁপে উঠতো ক্রিকেট গ্যালারি, আজ সেই টাইগার মিলন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। মার্চে বাইক দুর্ঘটনায় আহত হওয়ার পর কেটে গেছে দেড় মাসেরও বেশি সময়। ম্লান হয়েছে ঈদের আনন্দ। কবে নিজের পায়ে দাঁড়াবেন তাও অজানা ফাহিমুল হক মিলনের।ফাহিমুল হক মিলন। ক্রিকেট মাঠে যিনি টাইগার মিলন নামেই পরিচিত। বাঘের সাজে গ্যালারী থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন যোগানো যার নেশা। শুধু দেশে নয়, কখনো কখনো লাল সবুজকে ধারণ করে হাজার মাইল পাড়ি দিয়ে গিয়েছেন বিদেশের মাটিতে। প্রতিপক্ষ সমর্থকদের সামনে দাড়িয়ে একাই বুক চিতিয়ে সমর্থন দিয়েছেন মাশরাফি-সাকিব-তামিমদের।

অথচ সেই টাইগার মিলন এখন কাতরাচ্ছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুণর্বাসন কেন্দ্রের বেডে। ১৩ই মার্চ রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন মিলন। ট্রাকের চাকায় থেতলে গেছে দুই পা। তারপর কেটে গেছে দেড় মাসের বেশি সময়। হয়েছে ছয় বারের বেশি অস্ত্রোপচার, কিন্তু দুই পায়ে আদৌ দাঁড়াতে পারবেন কিনা তা অজানা মিলনের।

পরিবারের সবচে প্রানোচ্ছল মানুষটি হাসপাতালের বিছানায়। ঈদের আনন্দ ম্লান পুরো পরিবারের। যাদের জন্য মাঠে গলা ফাটিয়েছেন সেই ক্রিকেটারদের অনেকেই ফোন করে খোঁজ নিয়েছেন। ক্রিকেট বোর্ডও আশ্বাস দিয়েছে সহায়তার। কিন্তু ওই পর্যন্তই। নিজের সেলুনের ব্যবসাও মন্দা।

ক্রিকেটারদের মতো বিভিন্ন দেশের কিছু দর্শকও পেয়েছেন তারকা খ্যাতি। ভারতের সুধীর গৌতম, পাকিস্তানের জলিল চাচা কিংবা শ্রীলঙ্কার গায়ান মঞ্জুলা। তাদের পাশাপাশি মিলনও পেয়েছেন তারকা খ্যাতি। তাই সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে, বাঘের বেশে আবারো গ্যালারিতে গর্জন তোলার স্বপ্ন দেখেন টাইগার মিলন।

সর্বশেষ - প্রবাস

Translate »