সোমবার , ২৮ মার্চ ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘বিনা কারণে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র’

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২৮, ২০২২ ৮:২১ পূর্বাহ্ণ

Spread the love

বিনা কারণে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা অত্যন্ত গর্হিত কাজ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব এর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি। দেশীয় একটি গোষ্ঠী এ নিষেধাজ্ঞায় মদদ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, জঙ্গী, মাদক ও কিশোর অপরাধ দমনে র‌্যাবের ভূমিকা গুরুত্বপূর্ন। জঙ্গী দমন, মাদক বিরোধী অভিযান ও কিশোর অপরাধ দমনে সফল হয়েছে র‌্যাব। র‌্যাবের সাফল্যে দেশে শান্তি আছে বলেই বিনিয়োগ বাড়ছে, তাই এ ধারা অব্যাহত রাখতে হবে।

সরকার প্রধান আরও বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠে, যা নির্মূলে ভূমিকা রেখেছে র‌্যাব। অপরাধীরা যেন তাদের পেশায় আর ফিরে না যায় সে লক্ষ্যে পুর্নবাসনের ব্যবস্থা করেছে সরকার।

তিনি আরও জানান, ধর্মের নামে বিভান্ত্রি ছড়িয়ে শিশু কিশোরদের বিপথগামী করছে একটি গোষ্ঠী, তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে র‌্যাবের ভূমিকা উল্লেখযোগ্য।

পরে, র‌্যাবের নবনির্মিত কয়েকটি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সরকারপ্রধান।

শোলাকিয়া কিংবা হলিআর্টিজান অভিযান। আতঙ্ক আর শংকার যেন অবসান। আছে, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানেও সফলতা। সব মিলে, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের পেশাদারিত্ব ও দক্ষতায়-স্বস্তিতে বাংলাদেশ।

সর্বশেষ - প্রবাস