রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনের শরণার্থীদের সাথে দেখা করার পর এ মন্তব্য করেন বাইডেন।
এসময় যুদ্ধের কারণে বাস্ত্যচ্যুত হওয়া ইউক্রেনীয় শরণার্থীদের সাহসী আখ্যা দেন তিনি। তাদের আশ্রয় দেয়ায় পোল্যান্ডের প্রশংসাও করেন বাইডেন।
ওয়ারশতে ইউক্রেনের মন্ত্রীদের পাশাপাশি পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা’র সাথেও বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেয়ার প্রতি দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।
এছাড়া ইউক্রেন ইস্যুতে আজ ভাষণ দেয়ার কথাও রয়েছে বাইডেনের।
এদিকে, যুদ্ধে রাশিয়ার আরও এক জেনারেল নিহতের দাবি করেছে ইউক্রেন।
পশ্চিমাদের দাবি, এনিয়ে রাশিয়ার ৮ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।
এর আগে কিয়েভে কারফিউয়ের মেয়াদ বাড়ানো হলেও আজ এক বিবৃতিতে তা বাতিল করেছেন শহরটির মেয়র।