ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জেষ্ঠ্য কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী ড্যানিস শিমহালকে হত্যায় কুখ্যাত ভাড়াটে সেনারা ষড়যন্ত্র করছিল। কিন্তু সেই ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছে। খবর সিএনএনের।
মার্কিয়ান লুবকিভস্কি নামে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, তারা আমাদের প্রেসিডেন্ট এবং প্রধামন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল। রাশিয়ার লক্ষ্য ছিল এটা এবং এর জন্য তারা ইউক্রেনে কয়েকজনকে পাঠিয়েছিল। কিন্তু ভাড়াটেরা ব্যর্থ হয়েছে।
ইউক্রেনের গোয়েন্দা এবং জেলেনস্কিকে রক্ষার দায়িত্বে নিয়োজিত বিশেষ বাহিনী এই ষড়যন্ত্রের তথ্য নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।
মার্কিয়ান লুবকিভস্কি বলেন, সকল নথি এবং প্রয়োজনীয় প্রমাণাদি আন্তর্জাতিক আদালতে পাঠানো হবে। অভিযান সংক্রান্ত কারণে এর বেশি কিছু প্রকাশ করা যাবে না বলেও জানান তিনি।
সিএনএন এসব তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলে খবরে উল্লেখ করেছে।
এর আগে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে লড়াইয়ের জন্য সিরীয়দের নিয়োগ করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, অনেক ভাড়াটে সেনা রাশিয়ায় সফর করেছে এবং ইউক্রেনে মোতায়েনের প্রস্ততি নিচ্ছিল।