শান্তিরক্ষীদের বিশাল কর্মযজ্ঞে বদলে যাচ্ছে দক্ষিণ সুদানের অবকাঠামো। দক্ষিণ সুদানের অনেক দুর্গম এলাকাকে চলাচলের উপযোগী করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের বেশিরভাগ মানুষই দারিদ্রসীমার নিচে বাস করে। দেশটির রাজধানী জুবা ছাড়া বেশিরভাগ এলাকাই দুর্গম। চলাচলের ব্যবস্থাও অপ্রতুল।
বৈরী আবহাওয়া এবং পাথুরে মাটির এ দেশটিতে জাতিসংঘের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষার পাশাপাশি অবকাঠামো উন্নয়নেরও কাজ করছে। এরইমধ্যে ৪০০ কিলোমিটার সড়কের কাজ শেষ করেছে। আরও ২৬০ কিলোমিটার সড়ক বর্ষার আগেই শেষ করতে চলছে কর্মযজ্ঞ।
দক্ষিণ সুদানে অবস্থিত বাংলাদেশ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কোম্পানি কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বলেন, ‘এই কন্টিনজেন্ট দীর্ঘ ১৬ বছর যাবৎ দক্ষিণ সুদানের জুবা থেকে ৪৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইয়ামবিয় পর্যন্ত মিডল্যান্ড হাইওয়ের রক্ষণাবেক্ষণ ও সংস্কার করে চলেছে।‘
শান্তিরক্ষার পাশাপাশি আফ্রিকার এ জনপদে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী বড় ভূমিকা রাখছে।
ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস) জুবা মাল্টি সেক্টরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম আতিকুর রহমান বলেন, ‘দক্ষিণ সুদানের বিভিন্ন কাঠামোর পরিবর্তন, উন্নয়ন ও সংস্কার কাজে আমাদের ইঞ্জিনিয়ারসহ কর্মীগণ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীদের উপরে এদেশের সরকার ও জনগণের অনেক আস্থা রয়েছে।‘
এক দশক আগে স্বাধীন হওয়া দেশটিতে রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখায় দেশটির জনগণের কাছেও প্রশংসিত শান্তিরক্ষীরা।