আগামী ৫ আগস্ট থেকে লকডাউন উঠে গেলে সরকার যদি গণপরিবহন চালুর অনুমতি দেয় তাহলে একইসঙ্গে ট্রেনও চলবে। বৃহষ্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেইজ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
চলমান কঠোর বিধিনিষেধ শেষে গণপরিবহন চালু হলে ৬ আগস্ট সকাল থেকে ট্রেন চলাচলও শুরু হবে।
এতে বলা হয়, আগামী ৫ আগস্ট পর্যন্ত লকডাউন। এরপর লকডাউন না বাড়ানো হলে চলবে গণপরিবহন। একই সঙ্গে রেল চলাচল করবে।
তবে সেটি আগের মতো সীমিত পরিসরে চালু করা হবে, করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব (২ সিটে ১ যাত্রী) মেনে ট্রেন চলাচল করবে। সেই লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে সর্বাত্মক প্রস্তুত রয়েছে। তবে সবটাই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।