রবিবার , ১ আগস্ট ২০২১ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রোহিঙ্গাদের নিয়ে বিশ্বব্যাংকের প্রস্তাব সমর্থন যোগ্য নয় : ন্যাপ

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
রোহিঙ্গাদের নিয়ে বিশ্বব্যাংকের প্রস্তাব সমর্থন যোগ্য নয় : ন্যাপ

‘ঋণ সুবিধা দেয়ার মাধ্যমে রোহিঙ্গাদের বাংলাদেশের জনগণের সঙ্গে অন্তর্ভুক্তির’ বিশ্ব ব্যাংকের প্রস্তাব কোনোভাবেই সমর্থন যোগ্য নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। বিশ্বব্যাংকের এ ধরনের প্রস্তাব মেনে না নিয়ে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানায় দলটি।

একই সঙ্গে বাংলাদেশকে নতুন ফিলিস্তিন বানানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশ্বব্যাংকের দেয়া এই ধরনের পরামর্শের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকে সোচ্চার ভূমিকা ভূমিকা পালন করার জন্য আহ্বান জানায় তারা।

রোববার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ আহ্বান জানান।

তারা বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে তাদের নিরাপত্তার সঙ্গে মিয়ামনারে ফেরত পাঠানো। এ ধরনের প্রস্তাবের মাধ্যামে বিশ্বব্যাংক মূলত রোহিঙ্গাদের মৌলিক অধিকার অস্বীকার করছে। কারণ সম্মানজনকভাবে মিয়ানমারে ফেরত যাওয়াটাই হচ্ছে রোহিঙ্গাদের মৌলিক অধিকার। বিশ্বব্যাংকের প্রস্তাবে সমর্থন দিলে তাদের সেই অধিকার ব্যাহত হবে।’

‘বিশ্বব্যাংকের প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে বাধ্য এবং এই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে পড়বে। বিশ্বব্যাংকের এ প্রস্তাবের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। জাতীয় স্বার্থে এ ব্যাপারে সরকারকে তার অবস্থান দ্রুত সুস্পষ্ট করতে হবে এবং দেশের ভেতরেও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে।’

তারা আরও বলেন, বিশ্বব্যাংকের এ ধরনের প্রস্তাব মেনে নিলে আন্তর্জাতিকভাবে এবং মিয়ানমারের সঙ্গে যে দরকষাকষি চলছে সেগুলোর আর কোনো মূল্যই থাকবে না। মিয়ানমারে যে অন্তবর্তী সরকার এসেছে তারা এ ধরনে নৃগোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষার কথা বলেছে। সেই সুযোগটি গ্রহণ করে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া উচিত। যাতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়।

বিবৃতির শেষে তারা বলেন, এ দেশে এমনিতেই কর্মসংস্থানের সুযোগ কম, তার ওপর রোহিঙ্গাদের কাজ করতে দিলে কী অবস্থা দাঁড়াবে। এছাড়া যারা এখনো মিয়ানমারে আছেন তারাও এ দেশে আসতে উৎসাহী হবেন। সুতরাং তাদের সম্মানজনক ফেরত পাঠানোই হচ্ছে সরকারের দায়িত্ব। মনে রাখতে হবে বাংলাদেশ তাদের বন্দি শিবিরে রাখেনি, তাদের আশ্রয় দিয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ইতালির ভেনিসে  এইচ এম রাসেল হাওলাদার কে সংবর্ধনা প্রদান

ইতালির ভেনিসে এইচ এম রাসেল হাওলাদার কে সংবর্ধনা প্রদান

নিজের সিক্রেট ফাঁস করলেন মালাইকা

নিজের সিক্রেট ফাঁস করলেন মালাইকা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিন বাংলাদেশি নিহত

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন: প্রেস সচিব

ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও গুণীজন সম্মাননা প্রদান

ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও গুণীজন সম্মাননা প্রদান

রোজার আগেই চিনির দাম ৩০ টাকা বাড়াল টিসিবি

দক্ষিণ আফ্রিকার হারে বাংলাদেশেরও জাগলো সেমির স্বপ্ন

জার্মান আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মাহফুজ

প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন

শ্বাসরুদ্ধকর ফাইনালে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Translate »