রবিবার , ১৫ আগস্ট ২০২১ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সালাহর নৈপুণ্যে লিভারপুলের রোমাঞ্চকর জয়

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৫, ২০২১ ৬:৫৫ পূর্বাহ্ণ
সালাহর নৈপুণ্যে লিভারপুলের রোমাঞ্চকর জয়

Spread the love

ইংলিশ ক্লাব লিভারপুলকে অনেকে মোহামেদ সালাহর দল নামেই ডাকেন। সেটিই স্বাভাবিক। গত চার মৌসুমে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতা তিনিই। নতুন মৌসুমের শুরুটাও সেই চেনা ছন্দেই করেছেন সালাহ।

প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে নরউইচকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। তিন গোলেই জড়িয়ে আছে মিসরীয় ফরোয়ার্ডের নাম।

ম্যাচের প্রথমার্ধে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ার চেষ্টা করে নরউইচ। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

প্রথমার্ধের ২৬ মিনিটে আরনল্ডের দারুণ এক পাসে বল পান মোহামেদ সালাহ। তার থেকে বল চলে যায় ডিয়েগো জোতার পায়ে। দারুণ এক শটে সহজেই বল জালে জড়িয়ে দেন পর্তুগিজ উইঙ্গার।

১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে দুর্দান্ত এক শট নেন লিভারপুলের সিমিকাস। তবে তা ঠেকিয়ে দেন নরউইচ গোলরক্ষক।

কিন্তু এক মিনিট পর আর রক্ষা হয়নি নরউইচের। সাদিও মানের চেষ্টাটি ব্যর্থ করেন নরউইচ গোলরক্ষক। বলকে গ্লোভসবন্দি করতে ব্যর্থ হলে তা চলে যায় সালাহর পায়ে। সালাহ বলটা পাঠিয়ে দেন ফিরমিনোর কাছে। ফিরমিনো ঠাণ্ডা মাথায় ব্যবধান দ্বিগুণ করেন।

দুই সতীর্থকে গোল বানিয়ে দেওয়ার পর এবার স্কোরশিটে নাম লেখান সালাহ নিজেও। ৭৪ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন নরউইচের গিবসন।

কিন্তু বল চলে যায় সালাহর পায়ে। একটু সময় নিয়ে নিয়ন্ত্রণ করে বাঁকানো এক শট নেন সালাহ। পরাস্ত হন নরউইচের গোলরক্ষক।

৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।

বাকিটা সময়ে লিভারপুলের জালে বল জড়ানোর কয়েকটি ভালো সুযোগ হাতছাড়া করে নরউইচ। রেফারির শেষ বাঁশিতে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাগে লিভারপুল।

সর্বশেষ - প্রবাস