শনিবার , ২১ আগস্ট ২০২১ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘৪ দিনের মধ্যে’ দেশ ছাড়বে আফগান দল

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২১, ২০২১ ৯:৪৯ পূর্বাহ্ণ
‘৪ দিনের মধ্যে’ দেশ ছাড়বে আফগান দল

Spread the love

আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে চলে যাওয়াকে দুঃস্বপ্ন হিসেবে দেখছেন দেশটির ক্রীড়ামোদীরা। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের উড়ন্ত গতি থেমে যাবে কিনা সেই দুশ্চিন্তা ভর করেছে ক্রিকেটবোদ্ধাদের মনে। 

সেপ্টেম্বরে শ্রীলংকায় পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তার আভাস পাওয়া যাচ্ছিল। আফগান অনুর্ধ্ব -১৯ দলের বাংলাদেশ সফর নিয়েও শঙ্কা জেগেছিল।

কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, নিজস্ব গতিতেই চলছে আফগানিস্তানের ক্রিকেট। কাবুলেই অনুশীলন করেছে আফগান জাতীয় দলের ক্রিকেটাররা ইতোমধ্যে শ্রীলংকার সাবেক ওপেনার আভিস্কা গুণাবর্ধনেকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

এবার পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তার সুতো ছিড়ে দিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি।  জানালেন, আগামী ৪ দিনের মধ্যে শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়বে দল।

হামিদ শিনওয়ারি ইএসপিএনক্রিকইনফোকে বৃহস্পতিবার বলেন, ‘ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছু ভালোভাবেই চলছে। আমরা বোর্ডে (এসিবি) যাচ্ছি। শ্রীলংকায় পাকিস্তান সিরিজের জন্য ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে। এই সফর নিশ্চিত হতে চলেছে। যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কায় দল পাঠাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একটু সমস্যা রয়েছে যদিও। কারণ আফগানিস্তানে হঠাৎ এই পরিবর্তিত পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ এখন। চালু হলেই আমরা যত দ্রুত সম্ভব ক্রিকেটার নিয়ে উড়াল দেব আমরা।  আমরা আশা করছি, আগামী চার দিনের মধ্যে দল দেশ ছাড়বে। শ্রীলংকা ক্রিকেট ও পিসিবিকে আমরা সবকিছু জানিয়েছি এবং তারাও প্রস্তুত। আমাদের সিরিজটি আয়োজন করার জন্য এসএলসির প্রতি আমরা কৃতজ্ঞ।  কাবুলে ছেলেরা একসঙ্গে আছে এবং তারা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

আগামী ৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা আফগানিস্তান-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কায় পৌঁছে দুই দলকেই থাকতে হবে তিন দিনের আইসোলেশনে।

এদিকে জ্যামাইকায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে পাকিস্তান। ম্যাচ শেষেই শ্রীলংকার উদ্দেশে রওনা দেবে বাবর আজমের দল।

সর্বশেষ - প্রবাস

Translate »