কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাবেন—এ আলোচনা অনেক দিনেরই। প্রতি দলবদলেই একটা সম্ভাবনা তৈরি হয়, কিন্তু শেষ পর্যন্ত ফরাসি তারকার আর মাদ্রিদে পা রাখা হয় না। গত আগস্টে তো এমবাপ্পেকে পেতে রিয়াল পিএসজিকে ১৬০ মিলিয়ান ইউরোর একটা প্রস্তাবও দিয়েছিল।
যদিও পিএসজি তাতে রাজি হয়নি, কিন্তু কিলিয়ান এমবাপ্পের মাদ্রিদ যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। আগামী জুনেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ এমবাপ্পের। নতুন কিছু না ঘটলে তখন তাঁর রিয়ালে যাওয়ার সম্ভাবনাই প্রবল। এমন একটা অবস্থায় আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালেরই মুখোমুখি পিএসজি।
এমবাপ্পের রিয়ালে যাবার সম্ভাবনা এতটাই প্রবল যে পিএসজির সঙ্গে তিনি নতুন চুক্তিও সই করেননি। যে দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ এমবাপ্পে, সেই দলের বিপক্ষে আজকের ম্যাচে ফরাসি তারকার শতভাগ পাওয়া যাবে কি না, এ নিয়ে সন্দিহান অনেকেই।
কিন্তু এ আলোচনাই-বা উঠবে কেন! খেলোয়াড়দের যে একটা নিজস্ব ধর্ম আছে, সেটি ভুলে গেলে চলবে! কথাবার্তা যা–ই থাক, মাঠে নামলে যেকোনো খেলোয়াড়ই যে প্রতিপক্ষকে দুমড়ে ফেলতে চান, সেটি এমবাপ্পের ক্ষেত্রেও প্রযোজ্য। যতই রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা থাকুক না কেন, এমবাপ্পে এ মুহূর্তে পিএসজিরই। আর প্রতিপক্ষ যখন রিয়াল, তখন তাদের উড়িয়ে দিতেই চাইবেন ফ্রান্স তারকা।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তি সেটিই মনে করিয়ে দিয়েছেন সবাইকে। চ্যাম্পিয়নস লিগে পিএসজি–রিয়াল ম্যাচের আগে যখন এমবাপ্পেকে নিয়ে প্রশ্ন উঠছে, তখন রিয়াল কোচকেই এর উত্তর দিতে হচ্ছে, ‘আমি তো মনে করি, এ ম্যাচ বেনজেমা, ভিনিসিয়ুসের জন্য যা, এমবাপ্পের জন্য তা–ই। সে আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে চাইবে, টুর্নামেন্টটা জিততে চাইবে যেকোনো মূল্যে।’
রিয়ালে যাওয়ার যত সম্ভাবনাই থাকুক, এ নিয়ে যত কথাই হোক না কেন, আজকের ম্যাচে এমবাপ্পের মনোযোগ দলের প্রতি থাকবে। এ ব্যাপারে নিশ্চিত আনচেলত্তি, ‘আমি নিশ্চিত, আজ এমবাপ্পে শতভাগ দিতে চাইবে। খেলোয়াড়দের ধর্মই এটা, তারা মাঠে নেমে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে চায়। নিজেরা জিততে চায়।’
কেবল এমবাপ্পে নন, পিএসজি কিংবা রিয়াল দুই দলের জন্যই ম্যাচটা অনুপ্রেরণা। দুই দলের কেউই কাউকে একবিন্দু ছাড় দিতে চাইবে না এ ম্যাচে, ‘রিয়াল ও পিএসজি দুই দলই দারুণ প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। এটাই প্রেরণা, এটাই চাপ। আমরা বড় একটা দলের বিপক্ষে জিততে চাই, সেটি ভিন্ন একটা মাঠে।’
কোচ হিসেবে তিনবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী আনচেলত্তির মনে অনেক স্মৃতিই ভর করবে আজ পার্ক দ্য প্রিন্সেস মাঠে পা দিয়ে (প্যারিস)। তিনি ২০১১–১৩ পর্যন্ত পিএসজির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু স্মৃতির মাঠকে বেদনাক্লিষ্ট করাই আজ তাঁর মিশন।
খেলোয়াড়দের মতো কোচদের ধর্মও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ছক তৈরি। আনচেলত্তি এ ব্যাপারে কিন্তু ভীষণ পটু।