রবিবার , ১০ অক্টোবর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইতালির মনফালকোনে এসো বাংলা শিখি স্কুলে পাঠ্য বই বিতরন

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১০, ২০২১ ১২:৩২ অপরাহ্ণ
ইতালির মনফালকোনে  এসো বাংলা শিখি  স্কুলে পাঠ্য বই বিতরন

Spread the love

জাকির হোসেন সুমন  ,  ব্যাুরো চীফ ইউরোপ   ঃ প্রবাসের মাটিতে কোমলমতি  শিশুদের বাংলা শিক্ষার প্রসার ঘটতে  বাংলাদেশ  দূতাবাস  ইতালির সহযোগিতায় ইতালির গরিঝিয়া  মনফালকোনে   এসো বাংলা শিখি  বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাংলা পাঠ্যবই বিতরণ করা হয়েছে ।  এ উপলক্ষে  স্হানিও একটি অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি  থেকে বই বিতরন করেন   ইতালিস্হ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান ।  

 এসো বাংলা শিখি  বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর সরকার  এর সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক  জাভেদ উল্লাহ  এর পরিচালনায়  শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন  দূতাবাসের  কাউন্সিলর  আরফানুল হক  ,   মনফালকোনে  সিটি  কাউন্সিলর  পাওলো ভেন্নি ও  কাউন্সিলর ফ্রান্সেসকো বোলান্তে , ইতালিয়ান স্কুলের  প্রধান শিক্ষক  মারিয়া কার্তেল্লা , উপদেষ্টা  মারিয়া জানেল্লা  ,   ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজি , সহ সভাপতি  হাজী জসিম উদ্দিন ,   সাধারণ সম্পাদক  হাসান ইকবাল  ,  যুগ্ম সাধারণ সম্পাদক  আবু তাহের  ,  সাংগঠনিক সম্পাদক  সেলিম দেওয়ান ,  বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির  সাধারণ সম্পাদক  আব্দুর  রশিদ  সহ অনেকে।

সর্বশেষ - প্রবাস

Translate »