সোমবার , ১১ অক্টোবর ২০২১ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্লে-অফের আগে দুই খেলোয়াড়কে ছেড়ে দিলো ব্যাঙ্গালুরু

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১১, ২০২১ ১০:২৩ পূর্বাহ্ণ
প্লে-অফের আগে দুই খেলোয়াড়কে ছেড়ে দিলো ব্যাঙ্গালুরু

Spread the love

আজ (সোমবার) রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই ম্যাচে মাঠে নামার আগেই দুই শ্রীলঙ্কান ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ব্যাঙ্গালুরু।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের জন্য লঙ্কান ক্রিকেটারদের ছাড়তে হয়েছে ব্যাঙ্গালুরুর। সে দুই ক্রিকেটার হলেন ডানহাতি পেসার দুশমন্থ চামিরা ও ডানহাতি স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা। তাদের ছাড়াই কলকাতার মুখোমুখি হবে বিরাট কোহলির দল।

চামিরা ও হাসারাঙ্গাকে ছেড়ে দেয়ার কথা জানিয়ে ব্যাঙ্গালুরুর টুইটার হ্যান্ডলারে লেখা হয়েছে, ‘আমরা তাদের দুজনকে শুভকামনা জানাই এবং আইপিএলে পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমের কারণে ধন্যবাদ জানাই।’

আইপিএলের আরব আমিরাত পর্ব শুরুর আগে বদলি খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছিলেন হাসারাঙ্গা ও চামিরা। স্পিনার হাসারাঙ্গাকে দুইটি ম্যাচে নিয়েছিলো ব্যাঙ্গালুরু। অন্যদিকে কোনো ম্যাচেই সুযোগ পাননি চামিরা।

আসন্ন বিশ্বকাপের প্রথম রাউন্ডে এ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা। যেখানে তাদের সঙ্গী নেদারল্যান্ডস, নামিবিয়া ও আয়ারল্যান্ড। আগামী ১৮ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা।

সর্বশেষ - প্রবাস