মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অবশেষে নত হচ্ছে ভারত, ‘প্রস্তাব’ নিয়ে বিসিবির দ্বারস্থ

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ৬, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে বাংলাদেশও ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। এমন পরিস্থিতিতে লোকসানের আশঙ্কায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিতে যাচ্ছে। তবে সিদ্ধান্তে অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, ভারতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ খেলবে না। নিরাপত্তা শঙ্কাকে কেন্দ্র করে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে। তবে এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

এদিকে বাংলাদেশের এমন সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক লোকসানে পড়তে যাচ্ছে বিসিসিআই। সেজন্য আইসিসির মাধ্যমে বিসিবির দ্বারস্থ হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নজিরবিহীন এক প্রস্তাব নিয়ে হাজির হতে যাচ্ছে ভারত।

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ দলকে বিশ্বকাপে অংশগ্রহণ করাতে আইসিসির মাধ্যমে নতুন প্রস্তাব দেবার প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আইসিসি ইতিমধ্যেই বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। আজ (৬ জানুয়ারি) দিনের কোনো এক সময় অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে।

সভায় আইসিসি’র মাধ্যমে বিসিসিআই সম্ভবত বাংলাদেশ দলের জন্য ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দিতে পারে। তবে, বিসিবি এই ধরনের প্রস্তাব গ্রহণ করলেও তাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে না।

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সরকার থেকে নিষেধ থাকায় আমাদের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই।’

এর আগে মুস্তাফিজুর রহমান সংক্রান্ত ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়েছে কি না—এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে ভারতের বোর্ডের সঙ্গে আমাদের কোনো সরাসরি কথা হয়নি। যেহেতু এটি আইসিসির একটি টুর্নামেন্ট, তাই যোগাযোগের বিষয়টিও আইসিসি-ফোকাসড।’

সর্বশেষ - সাহিত্য