ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক বাহিনীর নাটকীয় অভিযানে বন্দি হওয়া প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের একটি আদালতে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিউ ইয়র্কের একটি আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
৬৩ বছর বয়সী নিকোলাস মাদুরোকে এ সময় হাতকড়া পরা অবস্থায় দেখা গেছে। তার সঙ্গে ছিলেন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বেশ কয়েকজন আইন প্রয়োগকারী কর্মকর্তা।
গত শনিবার কারাকাসে যুক্তরাষ্ট্রের এক আকস্মিক সামরিক অভিযানে মাদুরোকে আটক করা হয়। এরপর তাকে কারাগার থেকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্কে আনা হয়। সেখান থেকে একটি সাঁজোয়া যানে করে তাকে সরাসরি আদালতের দিকে নিয়ে যাওয়া হয়।
হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, অতীতে অন্যান্য উচ্চপর্যায়ের আসামিদের আদালতে হাজিরের দিনগুলোর মতোই, আজও আদালত ভবনের চারপাশে লম্বা লাইন ছিল সাংবাদিক ও সাধারণ মানুষের।
হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে
মাদুরো দম্পতিকে ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন হেলারস্টাইনের সামনে হাজির করা হবে। তাদের মাদক ও অস্ত্র সম্পর্কিত অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হতে পারে।
অভিযোগপত্র পাঠের এই শুনানিতে তারা তাদের জবাব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের শুনানি সাধারণত সংক্ষিপ্ত হয়।














