নতুন তেলের খনির সন্ধান মিলেছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরব ও কুয়েতের সীমান্ত এলাকা জুড়ে পাওয়া গেল সেই খনি। দুই দেশ একসাথেই এর উৎপাদন কার্যক্রম চালাবে।
সোমবার (২৬ মে) যৌথভাবে ওই ঘোষণা দেয় সৌদি আরব ও কুয়েত। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ ওই তথ্য দিয়েছে।
উত্তর ওয়াফরার পাঁচ কিলোমিটার দূরে ওয়ারা-বুরগান এলাকায় ওই তেলের খনি অবস্থিত। ২০২০ সাল থেকে দুই দেশ যৌথ উৎপাদন কার্যক্রম শুরু করে। এরপর এবারই প্রথম যৌথভাবে তেলের খনি পেয়েছে তারা। আন্তর্জাতিক বাজারে যৌথভাবে দুইদেশের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি আলোচনায় এসেছে।
বিশেষ করে আন্তর্জাতিক চাহিদা মেটানোর সক্ষমতায় দুই দেশের অবদানের গুরুত্ব আরও বেড়েছে। দুই দেশই জানিয়েছে, নতুন তেলক্ষেত্র জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াবে।